নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ২নং নোঁয়াগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মোঃ সোহেল পাটোয়ারীকে বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক গনজোয়ারে পরিনত হয়েছে।
এ সময় মঙ্গলবার বিকেলে নোঁয়াগাও উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক কাজী ফরহাদের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক মমিন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল হক মিজান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা সামসুল ইসলাম পাটোয়ারী, রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সাকেক কাউন্সিলর শাখাওয়াত হোসেন রাজু, রামগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসছে আগামী ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সিনিয়র নেতৃবৃন্দরা আরো বলেন কেউ যেন নৌকার বিপক্ষে কাজ না করে, যার কারনে ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী মোঃ হোসেন রানা কে বহিষ্কার করা হয়েছে।
তারা বলেন, সোহেল পাটোয়ারী নির্বাচিত হলে ইউনিয়নের যেসকল অসমাপ্ত কাজ বাকি আছে তিনি সমাপ্ত করবেন। তিনি বিজয়ী হলে ২ নং নোয়াগাঁও ইউনিয়ন সুন্দর এবং মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন।