নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মোস্তানের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক কাউছার হোসেনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেস-ক্লাবের সহ সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্ছু, অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, কার্য নির্বাহী সদস্য রহমত উল্যাহ পাটোয়ারী, জাকির হোসেন সুমন, ইকবাল খন্দকার শান্ত, রাজু আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, সম্মানিত সদস্য আবদুর রহমান, পারবেজ হোসেন, আওয়াল হোসেন পাটোয়ারী, আবু ছায়েদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সংঘঠনের গঠনতন্ত্র বিরোধী কোন কাজ করা না করা, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বৈষম্য না করা এবং শক্তিশালী প্রেসক্লাব গঠনে অপ-সাংবাদিকতা না করার সিদ্ধান্ত গৃহিত হয়, এবং সাংবাদিকদের প্রয়জনে সবাই ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গৃহিত হয় ।
সভায় প্রেস ক্লাবে উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে পুরানো হিসেব যাচাই বাচাই শেষ করে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।