নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০৯ নং ভোলাকোট ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে পথসভা করে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন দিলু।
তিনি রবিবার ও সোমবার বিকেলে তার নির্বাচনি ইউনিয়নের আকারতমা,নাগমুদ, সাহারপাড়া,শাকতলা, মধ্যপাড়া, টিওরী, ভোলাকোট, দেহলা, আথাকরা, দেবনাগর, লক্ষ্মীধরপাড়া এলাকায় নির্বাচনি পথসভা করে জনগনের সাথে মতবিনিময় করেন।
এসময় তার সাথে ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।