নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
আসন্ন ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের বর্তমান সফল ও জনপ্রিয় চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়া ষড়যন্ত্রের স্বীকার হয়ে দলীয় মনোয়ন না পাওয়ার অভিযোগে আজ সোমবার (১ নভেম্বর) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন অফিসে মনোয়ন পত্র দাখিল করেন৷ দাখিল শেষে ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার হাজার হাজার মানুষ উৎসব মূখর পরিবেশে তাঁকে বরন করে নেয় এবং ইউনিয়ন ব্যাপী শোভাযাত্রা শেষে হানুবাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয়৷ শোভা যাত্রা বরন অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন ভূইয়া লোকজনের উপস্থিতি, আন্তরিকতা,ভালবাসা দেখে আবেগ আপ্লূত হয়ে যায় এবং সবাইকে ধন্যবাদ জানাই দোয়া ও সহযোগিতা চেয়ে শোভা যাত্রা শেষ করেন৷
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন জহিরুল ইসলাম খোকন, ইউপি সদস্য আবদুল আজিজ, শিক্ষক আনোয়ার হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, কৃষক সিরাজ শ্রমিক নুরুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বলেন, জাহিদ হোসেন ভূইয়ার এলাকাব্যাপী ব্যাপক যে জনপ্রিয়তা রয়েছে৷ নিরপেক্ষ নির্বাচনে হলেও তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে মত প্রকাশ করেন।
জাহিদ হোসেন ভূইয়া, আওয়ামীলীগের দূর্দিনের সাবেক সাধারন সম্পাদক ও ভাদুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম তোফায়েল আহমেদ সুযোগ্য সন্তান,বর্তমান লক্ষ্মীপুর জেলার পরপর তিনবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান৷ সফল চেয়ারম্যান হিসেবে সরকারীভাবে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এ দুটি দেশ সফর করেন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে তিনটি গোল্ড মেডেলসহ ৪৫টি সম্মাননা পুরুস্কারে ভূষিত হয়েছেন।