নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
আসছে ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোসেন রানা দলীয় মনোয়ন নিয়ে ব্যাপকভাবে ষড়যন্ত্রের অভিযোগে ও তৃর্নমূলের নেতাকর্মীদের মতামত ভিত্তিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা করেন৷
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নোয়াগাও হাইস্কুল মাঠে শত শত নারীসহ হাজারো দলীয় নেতাকর্মীদের উপস্থিতে প্রতিবাদ সভায়, কান্না বিজড়িত কন্ঠে বলেন – আমরা তৃর্নমূলের মতামত অনুযায়ী প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর প্রস্তাব করি৷ সে তালিকায় আমার নাম প্রথম ছিল৷ কিন্তু একটি কুচক্রী মহল ষড়যন্ত্র অর্থবানিজ্য করে আমার নাম টেম্পারিং করে বাদ প্রিয় নেত্রী শেখ হাসিনা কাছে তালিকা পাঠায়৷ আমি আপনাদের মতামতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে এসব ষড়যন্ত্রকারীদেরকে দাঁতভাঙ্গা জবাব দিব৷ পরে তিনি বিগত বিশ বছর যাবত দলীয় নেতাকর্মী সহযোগিতা ও এলাকার যে সব উন্নয়ন করছেন তার চিত্র তুলে ধরেন৷
এ সময় উপস্থিত ছিলেন,
ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মেশকাত হোসেন সর্দার,সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন,দপ্তর সম্পাদক ইব্রাহিম মিঝি,০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক কাজী,সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মন্নান মেম্বার,সাধারণ সম্পাদক মনির শেখ,
০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিপু দাস, নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক হারুন মিজি, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শেখ সোহেল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।