নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
২৮শে নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০১ নং কাঞ্চনপুর ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান নাছির উদ্দীন খাঁনকে পুনরায় নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় মোটরবাইক শোডাউন করে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নিলেন কাঞ্চনপুর ইউনিয়নের হাজারো নেতাকর্মী।
২৯ অক্টোবর শুক্রবার বিকেলে জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতিকের মনোনয়ন পত্র নিয়ে রামগঞ্জে আসার সময় কাটাখালি নামক স্থানে এই সংবর্ধনা দেন তারা।
পরে কাঞ্চনপুর হযরত শাহ মিরান (রহমতুল্লাহ) দরঘা শরিফে মাগরিবের নামাজ পড়ার পর সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মোতাচ্ছেম বেলাল, ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হানিফ মিঝি, উপজেলা কৃষক লীগ নেতা ফারুক হোসেন, ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুর নবী চৌধুরী, যুবলীগ নেতা মোরশেদ আলম, ইউপি ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ, ছাত্রলীগ নেতা নাঈম ভুইয়া সহ সকল ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,
শ্রমিকলিগের নেতৃবৃন্দ।