নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জাবেদ হোসেনকে বরন করে নিলেন ভাদুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন,উপজেলা ও পৌরসভা ব্যাপী হাজারো দলীয় নেতাকর্মীরা৷
আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রার্থীর পৌর পশ্চিম ভাদুর সাত্তার কমিশনারের বাড়িতে ভুরিভোজ শেষে বিকেল তিনটায় রামগঞ্জ – হাজীগঞ্জ সড়কের কাঁটাখালী এলাকায় হাজারো নেতাকর্মীরা মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক পিকআপভ্যান যোগে প্রার্থীকে বরন করে নেয়৷
পরে উপজেলা বিভিন্ন সড়কে শোভাযাত্রা প্রদর্শন শেষে সমেষপুর, সিরুন্দী, হানুবাইশ হয়ে প্রার্থী জাবেদ হোসেনের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে বরন অনুষ্ঠানের কর্মসূচী শেষ হয়৷
এই সময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামসু,পৌর যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র মামুনুর রশীদ আকন্দ, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান সুমনসহ অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হাজারো নেতাকর্মীরা।
এ সময় নৌকার প্রার্থী জাবেদ হোসেন ভাদুর ইউনিয়নসহ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন৷