নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্তমান দুই নারী চেয়ারম্যান আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার ধানমণ্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকা প্রতীকের চিঠি দেওয়া হয়।
মনোনয়ন পাওয়া ওই প্রার্থীরা হলেন- উপজেলার ইছাপুর ইউনিয়নে শাহনাজ বেগম। লামচর ইউনিয়নে মাহেনারা পারভীন পান্না। মাহেনারা রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও শাহনাজ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, গেল বছর দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদ উল্যা মারা যান। এরপর উপ-নির্বাচনে মরহুম শহিদ উল্যা চেয়ারম্যানের স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামীলীগ।
এছাড়া লামচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যা সৌদিআরবে হজ করতে গিয়ে মারা যান। পরে সেখানে তার স্ত্রী মাহেনারা পারভীন পান্নাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তারা দুইজনেই ভোটে নির্বাচিত হন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, তৃতীয় ধাপে রায়পুর ও রামগঞ্জের ২০ ইউনিয়নে ভোট হবে। আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠিয়েছি। এরই মধ্যে রায়পুর একটি ও রামগঞ্জে দুইটিসহ মোট তিন ইউনিয়নে তিনজন নারীকে মনোনয়ন দেওয়া হয়। তারা সবাই বর্তমান চেয়ারম্যান।
আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে নির্বাচন হবে।