নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, তারুণ্যের অহংকার, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া।
২০ অক্টোবর বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি ৩/এ পার্টি অফিসে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
তিনি সেন্ট্রাল ল’কলেজের ছাত্র এবং সামাজিক বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত আছেন। তিনি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে শিক্ষার মূল্যায়ন করবেন অবশ্যই।
স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জানান, ছাত্রলীগের জসিম ভাই, কর্মীবান্ধব নেতা।
তিনি সৎ আদর্শবান, নেয়পরায়ণ , পর উপকারী, ও গরীবের বন্ধু। জসিম ভাই সুখেদুঃখে কর্মীদের পাশে ছিলেন সবসময়।
তিনি ছাত্র নেতা থেকে জননেতা হলে ৭নং দরবেশপুর ইউনিয়নবাসী অনেক বেশি উপকৃত হবেন।
ছাত্রলীগ নেতা ও ৭নং দরবেশপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া সকলের দোয়া কামনা করে জানান, দলীয় নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী ফরম নেওয়া হইছে। আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে ইউনিয়নের সকলের সহযোগিতায় কাজ করবো ইনশাআল্লাহ।