রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাবমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল বলেছেন লক্ষ্মীপুর -১আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান। তিনি বলেছেন বাঙ্গালী জাতির অহংকার বিশ্ব শান্তির অগ্রদূত, ডটার অব পীস, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্ব আলোচিত।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যলয় খান টাওয়ারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছুর সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ড. আনোয়ার হোসেন খান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমরা বাংলাদেশকে এতো সুন্দর সুশৃঙ্খল ভাবে পেতাম না। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা দেখতে চাই। হাসিনা পুনরায় ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর, মালোশিয়া, থাইল্যান্ডের মত উন্নত দেশে পরিনত হবে। রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগকে শক্তিশালী করে তোলার জন্য তিনি বর্ধিত সভার আহবান জানান।
আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী প্রমুখ।
এই সময়ে উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুল হক মজিব, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পান্না, ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহানাজ পারবিন, নৌয়াগাও ইনিউন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা, ভোলাকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেনসহ চেয়ারম্যানবৃন্ধ, পৌরসভার কাউন্সিলরবৃন্ধ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকবৃন্ধসহ উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর মিলাদ দোয়া কেক কাঁটার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।