নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবেদ নাহারের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেনীকক্ষে এই দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টার (ইউ আর সি) ইন্সপেক্টর আজহারুল ইসলাম,উপজেলা বি আর ডি বি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইঁয়া সুমন ,পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.এ.হালিম খাঁন লিটন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল লতিফ কাজী সহ সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ প্রমুখ।