নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ২৫ আগষ্টঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অস্বচ্ছল আনসার- ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আনসা
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে আনসার- ভিডিপি কার্যালয় চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ৩ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম পিয়াজ, ও ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আল ইমরান, টিআই মোঃ রাশেদুল ইসলাম ও শাহীন বেগম।
এসময় উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা এবং দলনেত্রীগন উপস্থিত ছিলেন।
রামগঞ্জ উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ও মেট্রোপলিটন থানায় এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
তারই আলোকে রামগঞ্জ উপজেলার ৬০ জন অস্বচ্ছল আনসার- ভিডিপি সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।