নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মহামারি করোনাকালিন সময়ে জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করতে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোদন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দোয়া ও পিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর উদ্ভোধন করা হয়।
শুভ উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে ডাঃ আবদুল্লাহ আল রাসেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, রামগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার, মালিক পক্ষ সাবেক রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল বিএসসি,সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মিলন পাটোয়ারী, সাবেক মানিক এক্সের এমডি মোঃ মানিক মিয়া,মোঃ ফিরোজ আলম, প্রমুখ
এই সময়ে মালিক পক্ষ কামরুল বিএসসি বলেন, লক্ষীপুর জেলার মধ্যে সবচেয়ে উপ শহর রামগঞ্জ উপজেলার মানুষদের চিকিৎসাসেবা নিতে অনেক দূরে যেতে হয় তাদের কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি।