রামগঞ্জ কন্ঠ ডেক্সঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপ-২০২১ এ অংশ নিয়ে সারাদেশে নারী এবং পুরুষদের মধ্যে ২য় স্থান অর্জন করলেন রামগঞ্জের কৃতি সন্তান মোঃ মাহবুব চৌধুরী অরন্য।
গত ২১ জুন অনুষ্ঠিত দেশের যোগানুরাগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় নারী এবং পুরুষদের মধ্যে ২য় স্থান অর্জন করেন তিনি।
মোঃ মাহবুব চৌধুরী অরন্যের বাড়ি রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নে। বর্তমানে তিনি
রামগঞ্জ কলাবাগানে তার নিজস্ব প্রতিষ্ঠান চৌধুরী ইলেকট্রনিক্স’এ সময় দিচ্ছেন।
যোগে ২য় স্থান অর্জনকারী মোঃ মাহবুব চৌধুরী অরন্য বলেন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের প্রতিযোগীদের সাথে আমিও যোগাসনের ভিডিও ঢাকায় পাঠাই। সেখানে বিচারকরা ভিডিও বিশ্লেষণ করে আমাকে ২য় স্থান ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ২০১৭ সালে ইয়োগা চর্চা শুরু করি। কখনও কোনও বিষয় মিস করতামনা। এজন্য সফল হয়েছি।
২য় হওয়ার অনুভূতি জানিয়ে মাহবুব চৌধুরী অরন্য আরো বলেন, দেশের মধ্যে ২য় হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে আরও পরিশ্রম করতে চাই। সুস্থ সবল দেহের জন্য সবাইকে ইয়োগা চর্চার আহ্বান জানাই।
বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপের আয়োজক ও বিশুদ্ধ যোগা কালচারের যোগ প্রশিক্ষক শাহানাজ পারভীন শিখা বলেন, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সহযোগিতায় অনুষ্ঠিত হয় বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপ-২০২১। দুই দেশের ছয়টি গ্রুপে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশ এবং ভারতের প্রায় ২০ জন বিচারক সেরা প্রতিযোগী বাছাই করেন। বাংলাদেশ থেকে ‘সি’ গ্রুপের পুরুষ প্রতিযোগিতায় সেরা হন লক্ষ্মীপুরের মো. মাহবুবুর রহমান এবং তিনি সকল প্রতিযোগীর মধ্যে ২য় স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সনদপত্র পেয়েছেন।
তিনি আরও বলেন, প্রতিযোগিতাটি অনলাইনভিত্তিক ছিল। আয়োজক হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যোগা প্রশিক্ষক প্রসূন মহন্ত ওম ও ও যোগা প্রশিক্ষক পন্ডিত বিষ্ণপুর উপস্থিত ছিলেন। এবছর প্রতিযোগিতাটি প্রথমবার আয়োজিত হলেও ভবিষ্যতে প্রতি বছর আয়োজন করা হবে।