নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১৬জুলাইঃ ঈদের চার দিন আগেই পথে পথে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।
শিমুলিয়া-বাংলাবাজার এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রচণ্ড ভিড়।
করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই হুড়োহুড়ি করে লঞ্চ ও ফেরিতে ওঠার প্রতিযোগিতায় যাত্রীরা।
পাড়ি দিতে হবে পদ্মা। কার আগে কে উঠবেন এমন প্রতিযোগিতায় নেমেছেন ঈদে ঘরমুখো মানুষ। এ জন্য জীবনের ঝুঁকিও নিচ্ছেন তারা।
ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চে উঠছেন যাত্রীরা। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কথা থাকলেও দ্বিগুণ যাত্রী নিয়ে পারাপার হচ্ছে উত্তাল পদ্মা।
আর যানবাহন ওঠার আগেই যাত্রীদের দখলে পুরো ফেরি। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধিরও।
কয়েকজন বলেন, কোরবানি করতে হবে। তো এ জন্যই কষ্ট করে বাড়িতে যাওয়া।
ঝুঁকি নিয়ে হলেও কষ্ট করে মা-বাবার কাছে যাচ্ছি।