নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১১জুলাইঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে করোনার এই মহাসংকটে ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।
১০ জুলাই শনিবার দুপুরে মানবিক যুবলীগের ব্যানারে লক্ষ্মীপুরের রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এ খাবার বিতরণ করা হয়। এছাড়া করোনা রোগীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন জেলা যুবলীগের সাবেক এ নেতা। এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়েজীদ ভূঁইয়া বলেন, মানুষের জীবন রক্ষার্থে সরকার লকডাউন দিয়ে আসছে। এই লকডাউনে যেন কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয় করোনার এই তৃতীয় ঢেউয়ে যখন রোগীদের অক্সিজেন সমস্যা দেখা দিয়েছে তখন বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছি। হটলাইনে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন আমার নিয়োজিত যুবলীগের স্বেচ্চাসেবীরা। হটলাইন নাম্বার ০১৩০০০৩৭২০৪। করোনাকালে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় এই আয়োজন অব্যাহত থাকবে।